@COVID-19
হোম কোয়ারেন্টিনে স্বামী স্ত্রী ঘরে খোশগল্পে মশগুল। হঠাৎ…
স্ত্রী বললোঃ- চলো সময় কাটাতে আমরা একটা গেইম খেলি। তুমি একটা কাগজে পাঁচজন মেয়ের নাম লিখবে যাদের তুমি পছন্দ করো। আর আমিও পাঁচজন ছেলের নাম লিখবো যাদের আমি পছন্দ করি। দেখা যাক কার বন্ধু সেরা !!
দুজন কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিলো। কিছুক্ষণ পর উভয়ের কাগজ খোলা হলো।
স্ত্রী লিখেছেঃ-
১. সালমান খান
২. শাকিব খান
৩. আমির খান
৪. শহীদ আফ্রিদি
৫. মেসির নাম।।
স্বামী লিখেছেঃ-
১. হিমা (স্কুল জীবনের বন্ধু)
২. শবনম ভাবি (পাশের ফ্লাটের বৌয়ের বান্ধবী)
৩. রীমা (মেয়ের হাউস টিউটর)
৪. সীমা (মামাতো শালী)
৫. ঝুমা (ফেইসবুকের ঘনিষ্ঠ বন্ধু) ।।
এই খেলার পরিণতি বড় বেদনাদায়ক !!
স্বামী ৫ দিন ধরে নিজে রেঁধে খাচ্ছে।
আর তিন ফিট দুরত্ব বজায় রাখার কোয়ারান্টাইন আইনে ড্রইং রুমের সোফায় একা ঘুমাচ্ছে !!
শিক্ষা :
মেয়েরা সবসময়ই নাগালের বাইরে স্বপ্ন দেখে। আর পুরুষরা স্বপ্ন দেখে হাতের কাছের।
Not always right!
Related Images:
