১. প্রচুর টাকা।
বিয়ের পর যদি স্ত্রী প্রতিনিয়ত অভাবের মুখে পড়ে তখন সে স্বামীর প্রতি শ্রদ্ধা হারায়।
২. শক্ত মানসিকতা।
নরম মনের ছেলেদের মেয়েরা খুব একটা দাম দেয় না। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত মানসিকতার পুরুষ হিসাবে স্ত্রীর সামনে প্রতিপন্ন করুন।
৩. শারীরিক সক্ষমতা।
৬০% সফলতা নির্ভর করে বিছানায় ব্যাক্তি নারীকে কতটা সুখ প্রদান করতে পারে তাঁর উপর।
তবে নারী ও পুরুষের মনে আল্লাহর ভয় এবং পরকালে দুনিয়ার সব কিছুর হিসাবের জন্য আল্লাহ্র সামনে দাঁড়াতে হবে এই দুটো যে পুরুষ ও নারীর মনে থাকবে তাদের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না।
Related Images:
