মহাকাশে বিভিন্ন দেশের দুই হাজারের বেশি স্যাটেলাইট অবস্থান করছে। এদের মধ্যে রয়েছে – আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগেশন স্যাটেলাইট, যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট ইত্যাদি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ হলো যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর কাজ:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর প্রধান কাজ হলো টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করা। এর সাহায্যে চালু করা যাবে ডিরেক্ট-টু-হোম (Direct-to-Home) ডিশ সার্ভিস।
- যেসব জায়গায় অপটিক কেবল বা সাবমেরিন কেবল পৌছায়নি সেসব জায়গায় এ স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যেতে পারে।
Related Images:
