এম এম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ।
এখানে মাসিক নিয়মিত বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করা।) সেক্ষেত্রে সবচেয়ে কার্যকারী ও নিরাপদ মাসিক নিয়মিতকরন করতে মিফটোন (মিফেপ্রিস্টেন) ও (মিসোপ্রস্টল) এই দুইটি ওষুধ একত্রে ব্যাবহার করা প্রয়োজন। এম এম কিট হচ্ছে এই দুইটা ওষুধ একত্রে একটি প্যাকেটে।
এক প্যাকেটে মোট ৫টি ট্যাবলেট থাকে, দাম ৩০০টাকা। ১টি নীল রংয়ের বাকি ৪টি সাদা, নীল রংয়ের ট্যাবলেট টি খাওয়ার ২৪ ঘন্টা পর সাদা রংয়ের ৪ টি ট্যাবলেট খাওয়ার জন্য নির্দেশিত। খাওয়ার ২৪ ঘন্টার মধ্যই Action শুরু হয়ে থাকে!
? এম এম কিট কিভাবে কাজ করে?
- Mifepristone (200mg) এটা Progesterone Antagonist.
- Misoporostol (200cmg) এটা Prostaglanding E1 receptor কে Synthesis করে!
- Fetal period এ 9th weak সর্বোচ্চ ২ মাস মাসিক বন্ধ থাকার ক্ষেত্রে ব্যবহৃত! অনেক সময় incomplete abortion ক্ষেত্রে গাইনিকোলজিস্টরা প্রেসক্রিপশন করে থাকেন!
? একজন মেয়ে বা মহিলা প্রথম দিন একটি মিফটোন বড়ি মুখে গিলে খাবেন। এটি যদি গর্ভধারনের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ভ্রুণকে এন্ডোমেট্রিয়ামে থাকতে দেয়না। এটিই মাসিক নিয়মিতকরন অথবা গর্ভপাত ত্বরান্বিত করে।
? মিফটোন ট্যাবলেটটি গ্রহনের ২৪ থেকে ৪৮ ঘন্টা পর মিসোটোল ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রাখতে হবে। যা গর্ভশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদান সমুহ বের করে গর্ভপাত ঘটায়। আর এই কাজের জন্য মিসোটোলই আদর্শ মেডিসিন, কেনোনা এটা খুবই কার্যকর, নিরাপদ, সুলভ এবং সহজ প্রাপ্য।
? কখন একজন মেয়ে/ মহিলা এম এম কিট গ্রহন করবেন?
? গর্ভধারনের নয় সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত। একজন মহিলার শেষ মাসিকের ১ম দিন থেকে ৬৩ দিনের মধ্যে ব্যাবহার করবেন।
? এম এম কিট কতটা নিরাপদ?
? মাসিক নিয়মিতককরন এবং গর্ভপাতের জন্য এম এম কিট একটা নিরাপদ পন্থা। যথযতভাবে আধুনিক রীতির ওষুধ সেবনে মাসিক নিয়মিতকরনে ঝুকি কম। (মিফটোন এবং মিসোটোল) এর কোনোটাই মায়েদের স্বাস্থ্য অথবা ভবিষ্যৎ গর্ভধারনে দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলেনা।
? এক বার MM-Kit সেবন করার পর, তিনমাস পর আবার সেবন করা যাবে কি?
? MM-Kit সেবনে সতর্কতা পালন করতে হবে। কেননা অনেক সময় নারী সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাই ২য় বার সেবনের পূর্বে অবশ্যই গাইনি ডাক্তারের পরমর্শ নিতে হবে। বিশেষ করে এ্যাবরশন বা বাচ্চা নষ্ট করার আগে গাইনি ডাক্তারের পরমর্শ অপরিহার্য।
? MM-Kit খাওয়ানোর কত দিন পরে মাসিক হয়?
? It varies female to female & can be late sometimes. Mostly occur within 1-2 month
? এম এম কিটের প্রথম বডি খেয়েছি এখন বাচ্চা নষ্ট করতে চাচ্ছিনা। পরের বডিগুল এখনও খাইনি। কোন খতি হবে কি?
? Less possibility
? স্যার প্রসাব টেস্ট করানোর পর যদি পজিটিভ আসে তাহলে কি এম এম কিট খাওয়া যাবে?
? if pregnancy <63days
? এমএম কিট গ্রহণের পর কখন থেকে নিয়মিত পিল খাওয়া যাবে?
? Bleeding Start hole
? পেট ব্যথা হলে?
? Naproxen + PPI
⛔
উল্টাপাল্টা সেবনে life threatening কন্ডিশনে চলে যেতে পারে।
সরাসরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।
Related Images:
