- ৭১’ পাকিস্তানি আগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছে।
২৪’ ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছে।
– আমরা বাংলাদেশী - বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতির অস্তিত্বই নেই। কেউ যদি কাউকে “পাকিস্তানপন্থী” ট্যাগ দেয়, তার মানে সে মুলত ভারতকে খুশি করতে অন্যদের পাকিস্তানপন্থী ট্যাগ দেয়। এবং সে নিজে ভারতপন্থী।
- রাজনৈতিক নেতারা বক্তব্য দেন, উক্তি করেন যাতে কর্মীরা তা ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এদের ভিতর বাহির এক না! বাটপার প্রকৃতির।
- জিয়ার নাম না জপে যদি জিয়ার আদর্শ মেনে চলতো দেশ ও জাতির অনেক উপকার হতো।
- যারা ১৫ বছর ধরে চিল্লাফাল্লা করলো–দেশে গণতন্ত্র নাই
–বাকস্বাধীনতা নাই
–ভোটাধিকার নাই
–মানুষের কোন অধিকার নাইছাত্রদের ঘাড়ে সওয়ার হইয়া স্বাধীনতা পাইয়া এখন তারাই কয় দ্বিতীয় স্বাধীনতা এইডা আবার কি?ওরে বা’টপার🙄🥴😁 - জনগণের জন্য কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করার জন্য ড. মুহাম্মদ ইউনূসের বিকল্প নাই। উনাকে সহযোগিতা করুন, যদি দেশপ্রেমিক হয়ে থাকেন।
- ড. মুহাম্মদ ইউনুসের মত একক শক্তিশালী কোনো রাষ্ট্রপ্রধান কখনো হয়নি, রাজনৈতিক দলগুলোর উচিত বিতর্কিত না করে দেশের উন্নয়ন কাঠামোতে উনাকে ব্যবহার করা।
- ‘অ’ভ্যুত্থান না হলে বিএনপি নি’র্বাচনের কথা মুখেও আনতে পারতোনা, আনলেও সেটা ২০২৯ সালে।
- ২৪’ এর সুবিধাভুগী দল। আবার তারাই সবচেয়ে বেশি সংকট তৈরী করছে!
- রাজনৈতিক দলগুলোর হাতে না, শুধু প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের হাতেই দেশ নিরাপদ। আসুন পরিপূর্ণ সংস্কার বাস্তবায়নের পূর্বে নির্বাচনকে না বলি।
Related Images:
