মূলভাব: সূরা ফাতিহার বিষয় বস্তু তিনটি ভাগে বিভক্ত।
A) আল্লাহর প্রশংসা। (আয়াত : 1,2,3)
B) আল্লাহর প্রশংসা ও আমাদের দোয়ার মিশ্রণ। (আয়াত : 4)
C) আল্লাহর কাছে আমাদের দোয়া এবং চাওয়া।(আয়াত : 5,6,7)
প্রথম অংশ A :
1) বিশ্বজগতের রব কে? উত্তর : আল্লাহ তায়ালা।
2) রহিম রহমান কে? উত্তর : আল্লাহ তায়ালা।
3) কিয়ামতের দিনের মালিক কে? উত্তর : আল্লাহ তায়ালা।
দ্বিতীয় অংশ B :
4) ইবাদতের হকদার কে? এবং আমরা তার কাছে কি চাই?
উত্তর : আল্লাহ তায়ালা এবং আমরা তার সাহায্য চাই।
তৃতীয় অংশ C :
5) কি চাই?
উত্তর : সরল সঠিক পথ চাই।
6) কাদের পথে চলতে চাই?
উত্তর : যারা আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত।
7) কাদের পথ থেকে দূরে থাকতে চাই?
উত্তর : যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট।
মৌলিক প্রশ্ন:
(i) উম্মুল কুরআন এর অর্থ কি?
উত্তর : কুরআনের মা।
(ii) কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়?
উত্তর : সূরা ফাতহা
(iii) পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ নাযিলকৃত সূরা কোনটি?
উত্তর : সূরা ফাতহা
(iv) কোন সূরা দিয়ে পুরো কুরআন ব্যাখ্যা করা সম্ভব?
উত্তর : সূরা ফাতহা
সূরা ফাতিহার শব্দার্থ :
الْحَمْدُ = সকল প্রশংসা
لِلَّهِ = আল্লাহ্রই জন্য
رَبِّ = (যিনি) রব
الْعَالَمِينَ = সারা জগতের
الرَّحْمَٰنِ = অশেষ করুণাময়
الرَّحِيمِ = পরম দয়ালু
مَالِكِ = অধিপতি
يَوْمِ = দিনের
الدِّينِ = বিচারের
إِيَّاكَ = আপনারই শুধু
نَعْبُدُ = আমরা ইবাদত করি
وَإِيَّاكَ = এবং আপনারই (কাছে শুধু)
نَسْتَعِينُ = আমরা সাহায্য চাই।
اهْدِنَا = আমাদেরকে দেখান
الصِّرَاطَ = পথ
الْمُسْتَقِيمَ = সরল সঠিক
صِرَاطَ = (সেই) পথে
الَّذِينَ = যাদেরকে
أَنْعَمْتَ = আপনি অনুগ্রহ দান করেছেন
عَلَيْهِمْ = তাদের উপর
غَيْرِ = নয় (পথ)
الْمَغْضُوبِ = অভিশপ্তদের
عَلَيْهِمْ = যাদের উপর (গজব পরেছে)
وَلَا = এবং না
الضَّالِّينَ = পথভ্রষ্টদের
Related Images:
