Song: Hariye Jabo Ekdin Ami (হারিয়ে যাবো একদিন আমি)
Singer: Qari Abu Rayhan (ক্বারী আবু রায়হান)
Lyric & Tune: Aminul Islam Mamun
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন
ক্ষমা করে দিও তোমরা আমায়
ক্ষমা করে দিও তোমরা আমায়
ভূল করে থাকি যদি কোনদিন।
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন।
বাশ বাগানে বা গোরস্তানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে জানি কোন খবর,
বাশ বাগানে বা গোরস্তানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোন খবর।
পরবে কি মনে আমার কথা
ফেলবে কি অশ্রু কোন দিন?
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন।
ছোট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পরে রবে,
আধার কবরে আলোর প্রদীপ
কেহ নাকি কভু জালবে,
ছোট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পরে রবে,
আধার কবরে আলোর প্রদীপ
কেহ নাকি কভু জালবে।
থাকবে না কেহ জানি আমার পাশে
কাটাবো একাকি রাত্রি দিন।
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এ ভূবনে চিরদিন।