মানুষের বউ তো রাগারাগি হলে রাগ করে বাপের বাড়ি চলে যায়, অথবা ডিভোর্স দিলে কাবিনের টাকা নিয়ে চলে যায়। কিন্তু আমি পরেছি এক মহা বিপদে। আমার বউ যায়ও না, আবার ভালোও হয় না।
আমার বউ এবং শশুর বাড়ির আত্মীয়স্বজন অনেক পাজি। বউ অনেক অহংকারী আর একদম সংসারী না। আমার পরিবারের কারো সাথে মিশে না, রাগারাগি করে কথা বলে।
বউ এবং বউয়ের আত্মীয়স্বজন মিলে আমাদের নামে এলাকায় অনেক মিথ্যা কথা বলে বলে আমাদের বদনাম করে বেড়ায়। প্রচুর মিথ্যা কথা বলতে পারে, যখন ঝগড়া করে তখন গলা ফাটিয়ে মুখ খারাপ করে ঝগড়া করে, কিন্তু বাহিরের কেউ একজন এলেই অভিনয় শুরু করে, এমন ভাবে কান্না করে কথা বলে যে তখন মানুষকে বুঝায় আমারই দোষ।
কয়েক বার বিচার হয়েছে কিন্তু কোন লাভ হয়নি। এখন সে অনেক চালাক হয়ে গেছে, আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু আমার সাথে আর আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তাদের সহ্যই করতে পারে না।
এতো বড় হয়েছি আজ পর্যন্ত কখনো আম্মা আমাকে দূরে কোথাও থাকতে দেয়নি কিন্তু ওর অত্যাচারে মা নিজেই বলছে বাবা তুই যদি তোর বউ নিয়ে আলাদা থেকে সুখে থাকিস তাহলে যা, তোর সুখই আমার সুখ। এখন বউ বার বার বলে আলাদা বাসা নাও।
আমার ফ্যামিলির কোন কথা তার সামনে বলা যায় না, সব কথা তার বোনের শশুরের কাছে ফোন দিয়ে বলে দেয়। আমার ফ্যামিলির সব কথা ওই ফ্যামিলিতে পাচার করে দেয়। আর ওই ফ্যামিলিটা উগ্র টাইপের, প্রচুর চাপাবাজ। কোন একটা ভালো কথাকে উল্টিয়ে তারা খারাপ কথা বানিয়ে, তার সাথে আরো মিথ্যা কথা যোগ করে মানুষের কাছে আমাদের নামে বদনাম করে বেড়ায়।
মানুষ আমাদের ভালো বলে এসব তাদের সহ্য হয় না। উনাদের মানুষ ভালো বলে না, এখন আমাদের কিভাবে খারাপ করা যায় সেই ধান্দায় থাকেন উনারা।
ছোটবেলা থেকেই শুনেছি ভালো ব্যবহার করে শত্রুকেও বন্ধু বানিয়ে নেয়া যায়। আমিও তাই চেষ্টা করেছিলাম, বউকে যতোটা ভালোবাসার বেসেছি, বউয়ের সকল আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু তারা আমার এই ভালো ব্যবহারকে তারা দুর্বলতা ভেবেছে।
ওর যা মন চাইবে তাই করবে, যখন মন চাইবে তখন ঘুম থেকে উঠবে, মন চাইলে কাজ করবে, না মন চাইলে করবে না। কিছু বলতে গেলেই অনেক রাগারাগি করে।
এখন আমি আর সহ্য করতে না পেরে বলেছি ওকে আর রাখবো না, ওর কাবিনের বাকি ৪ লাখ টাকা দিয়েই ওকে বিদায় করবো। এতো গুলো টাকা জোগাড় করতে আমার ধার দেনা করে আনতে কিছু সময় লাগবে তবুও আমি দিয়ে দিব।
আমরা সব পুরুষ যেমন ভালো না, তেমনি সব মেয়েও ভালো হয় না। ওদের পরিবারটাই এমন, বিয়ের আগে তো বুঝতে পারিনি। কারো সাথে না মিশলে তো বোঝা যায় না তারা কেমন।
এমন অবস্থায় আমি কিভাবে একটু মুক্তি পেতে পারি?
মাঝে মাঝে আত্বহত্যার কথা মাথায় আসে, আবার মনে হয় এটা করলে তো জান্নাতে যেতে পারবো না।
আবার মনে হয় সব ছেরে পালিয়ে যাই, কিন্তু এটা করলেও বাবা মা আত্বীয়সজন কষ্ট পাবে।
এমন অবস্থায় আমি কিভাবে মুক্তি পেতে পারি? ?
Related Images:

মন্তব্য করুন